Sunday, December 18, 2011

লিনাক্সে প্রোগ্রামিং করার জন্য আমার প্রিয় খুব সুন্দর একটি IDE “জিনি” ( geany)

গতপোস্টে লিখেছিলাম লিনাক্সে সি প্রোগ্রাম যেভাবে খুব সহজে কম্পাইল ও রান করা যায় … । ঐ পোস্টে আমি কোড ব্লকস নিয়ে লিখেছিলাম। কিন্তু কোড ব্লকস নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম এর চেয়ে সুন্দরভাবে জিনিতে ভালভাবে কাজ করা যায়।  তাই আজ লিখছি জিনি নিয়ে।