Sunday, March 10, 2013

এখন থেকে ইমেইলের(Gmail) ইনবক্স মেসেজের আপডেট পান মোবাইল এসএমএস এর মাধ্যমে বিনামূল্যে !!

ইমেইল যার কাছে প্রয়োজনীয় সেই জানে ইমেইল নটিফিকেশনের গুরুত্ব কতটূকু। জিমেইলের ক্ষেত্রে আপনি নিচের টিপস অনুসরন করলে ইমেইল আসার ২ মিনিটের মধ্যেই মোবাইলে গুগল থেকে এসএমএস পাবেন। গুগল জিমেইলের জন্য সরাসরি এসএমএস সাপোর্ট দেয় না। তাই আমরা একে একটু ভিন্নভাবে কনফিগার করে এসএমএস নটিফিকেশন পেতে পারি। আমরা গুগল API কোড ট্রিগ্রার করি জিমেইলে এবং নতুন ইমেইলটি গুগল ক্যালেন্ডারে অটো ইভেন্ট সেট করে। গুগল ক্যালেন্ডার থেকে এসএমএস আমাদের পাঠায়।


১। কাজের শুরুতে প্রথমে জিমেইল একাউন্টে লগিন করুন এবং সেটিংস এ ক্লিক করুন।


২। Levels ট্যাবে গিয়ে create new Label এ ক্লিক করে হুবুহু "sendsms" নামে একটি লেবেল ক্রিয়েট করুন।


৩। এখন Filter ট্যাবে গিয়ে Create new Filter এ ক্লিক করুন। এখানে আপনাকে বলে দিবে হবে যে আপনি নির্দিষ্ট কারো ইমেইল নটিফিকেশন নিতে চান নাকি সব ইমেইলের নটিফিকেশন নিতে চান।


সব ইমেইলের নটিফিকেশন চাইলে is:inbox লিখতে হবে।  create filter with this search ক্লিক করুন এবং

Apply the label অংশে sendsms সিলেক্ট করে দিন। create filter চাপুন। এখন জিমেইলের কাজ শেষ।

৪। এবার এই লিঙ্কে ক্লিক করে File- Make a copy - OK তে ক্লিক করুন।রিলোড হয়ে নতুন একটি উইন্ডো খুললে tools- Script Editor এ ক্লিক দিন।


অনেকসময় ফায়ারফক্স ব্যবহারকারীরা এই ধরনের মেসেজ দেখলে Close  এ ক্লিক করবেন।

৫। পরের ধাপে  গুগল API এর কোড দেখতে পারবেন। এখানে Resources- Current Project's Triggers এ ক্লিক করুন।
৬। No triger set. Click to setup a new triger এ ক্লিক দিয়ে নিচের মত সেটিং করুন।

Save এ ক্লিক করার পর অথোরাইজেশন চেক করার জন্য পারমিশন চাইতে পারে...তাহলে authorize এ ক্লিক দিবেন ।

৭। এবার যেতে হবে গুগল ক্যালেন্ডারে। এই লিঙ্কে গিয়ে সেটিং এ যান।
এখানে general tab এ বাংলাদেশ এবং টাইম জোন GMT+6 নির্বাচন করুন।

৮। Mobile setup ট্যাবে যান এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি এই ফরমেটে দিন। ভেরিফিকেশন কোড পাঠালে ভেরিফাই করুন।

৯। Calender ট্যাবে নিচের মত করে সেটিং করুন। যেমন - By Default reminder via = 0
এবং বিভিন্ন রিমাইন্ডার হিসেবে এসএমএস সিলেক্ট করে দিন। এখানে যেরকম আছে ঠিক সেরকম করবেন।


এছাড়া ও ল্যাব অংশে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস রয়েছে যা নটিফিকেশন সিস্টেমে আপনার কাজে লাগতে পারে। যেমন আপনি চান আপনাকে যে রাত ১ থেকে সকাল ৮ টা পর্যন্ত কোন এসএমএস নটিফিকেশন না পাঠায়।
----------------------------------------
এখন আপনার সকল কনফিগারেশন কম্পলিট হয়েছে। নতুন কোন মেইল এলে সাথে সাথেই এসএমএস দিয়ে এলার্ট করা হবে।
সব কিছু ঠিক আছে কিনা তা টেস্ট করতে আপনি অন্য কোন একাউন্ট থেকে নিজের ইমেইল এড্রেসে ইমেইল পাঠিয়ে দেখতে পারেন( ইমেইল পাঠানোর সময় বডি টেক্সটে ২-৩ টা ওয়ার্ড না লিখে ৬-৭ লাইনের টেক্সট লিখবেন)। তবে জিমেইলে লগিন অবস্থায় থাকলে আপনাকে নটিফিকেশন দিবে না।

 কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। শুভ রাত্রি।

আপডেটঃ ধন্যবাদ। যারা আমাকে আপনার সমস্যা জানিয়ে মেইল করেছেন। আমি একটা জিনিস চেক করলাম আপনাদের সবার ভুল ৫ ও ৬ নং অংশে। সবাই ট্রিগ্রার সেট করতে পারেন নি। জানি না কেন এ ভুলটা বেশির ভাগ মানুষ করেছেন। মনে রাখবেই এই খানে একবার সেভ বাটনে চাপ দেয়ার পর Authorize এর জন্য পারমিশন চায়। মনে রাখবেন Authorize এ ক্লিক দেয়ার পর আবার এই সেভ বাটনে ক্লিক দিতে হয়।

আপনারা সবার সব কাজ ঠিক মত করেছেন, কিন্তু সেভ বাটনেই ক্লিক দেন নি !!

আরেকটি আপডেটঃ আপনারা যারা নটিফিকেশন অফ করতে চান গুগল ক্যালেন্ডারে  গেলে দেখবেন বাম দিকে send sms আছে। এই লেখারই একটু বাম পাশের arraw চিহ্নতে ক্লিক দিয়ে calender setting এ ক্লিক করুন। স্ক্রল করে আরো নীচে যান। লেখা আছে delete calendar parmanently. ক্লিক দিয়ে ডিলিট করুন।

24 comments:

  1. sobe to thik moto korlam but kaj to hoi na ,,, kono sms ase na... amar sendsms chara o r o akta label ache oitar jonno naki??

    ReplyDelete
    Replies
    1. apnar id o pass diye amake mail korun - MashpySays{at}gmail.com

      Delete
    2. Mashpy Vi.............. Please Give me your contact No.

      Delete
  2. aktu early janale valo hoi,, amar jonno systemta khub joruri...

    ReplyDelete
  3. আমি গত পরশু প্রথম যখন সামহোয়ারইন ব্লগ এর (http://www.somewhereinblog.net/blog/aminuraust/29819988) এই পেজ থেকে আমার সমস্যার সমাধান পাই, তখন সঙ্গে সঙ্গে সব ধাপ শেষ করে আমার মোবাইলে মেসেজ পেয়ে অত্যন্ত খুশী হয়ে ভাবছিলাম এই ম্যাশপি ব্যক্তিটি নিশ্চয় ইউরোপের। এখন বুঝলাম বাঙালি। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, ভীষণ খুশী হয়েছি।

    আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। কিছুদিন থেকে ওডেস্ক এর সূত্রে গুগল এর লোকালাইজেশনের কাজে সময়মত মেইল চেক করতে না পারাটা আমার জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মোবাইলে শুধুমাত্র মেসেজ পাওয়ার উপায় ইন্টারনেট ঘেঁটেও বের করতে পারছিলাম না। এবার পেয়েছি।:)

    আমি সামহোয়ারইনে: selfhelp নামের ব্লগে আছি। হয়ত আপনার সঙ্গে পরে কখনো কথা হতে পারে।

    আপনাকে অশেষ ধন্যবাদ!:)
    হাসিনুল ইসলাম

    ReplyDelete
    Replies
    1. এ পদ্ধতিতে মাঝে মাঝে sms আসা মিসিং ও হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই sms পাই। আপনাকেও ধন্যবাদ।

      Delete
  4. ম্যাশপি ভাই, কেখনো কখনো যে এসএমএস আসা মিসিং হতে পারে, এ তথ্য জানানোতে আমি সতর্ক থাকবো। এ জন্য আপনাকে ধন্যবাদ। তবে এখন পর্যন্ত ২ দিনে ১১টি মেইলের প্রতিটিই জানতে পেরেছি।

    আবারো ধন্যবাদ :)
    হাসিনুল

    ReplyDelete
  5. ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আমি সব কাজ ভালভাবেই করেছি । but একটা জিনিস দেখছি , মোবাইল এ শুধু কোন address থেকে email পাঠিয়েছে তাই দেখা যায় । ইমেইলের কোন অংশ দেখা যায়না । এটাই কি স্বাভাবিক ?

    ReplyDelete
    Replies
    1. হ্যা এটাই স্বাভাবিক।

      Delete
  6. Thanks for the nice trick.
    I used it, but now gmail is sending autonomous sms from my inbox even at mid night, I want to stop getting any sms from my email. How to do that?

    ReplyDelete
  7. No response, I am not getting sendsms label in my gmail also, but still bulk sms are coming automatically at any time, disturbing. Any solution?

    ReplyDelete
    Replies
    1. no response কেন হবে? আপনি যেদিন কমেন্ট করেছিলেন সেদিনই পেয়েছিলাম। আপনার থেকে প্রবলেমের আরো ডিটেইলস জানতে চেয়েছিলাম। এই জন্য আপনার নাম দিয়ে সার্চ করে ইমেইল এড্রেস নেট থেকে কালেক্ট করে ফেসবুক আইডি বের করেছিলাম। এবং আপনাকে ফেসবুকে কুশ্চেয়ান করেছিলাম । আপনার থেকে এখনও রিপ্লাই পাই নি। হয়ত প্রশ্নের সাথে লিঙ্ক ছিল বলে মেসেজটি Spam ফোল্ডারে ঢুকিয়ে দিয়েছে। যেন স্পাম ফোল্ডারে না ঢুকায় সে জন্যও ফেন্ড রিকোয়েস্টও সেন্ড করেছিলাম। আপনি এখনও এক্সসেপ্ট করেন নি।

      যাই হোক আপনি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন => http://www.facebook.com/mashpy

      আজকে আন্সার দিচ্ছি না। কারন কাল আমার পরীক্ষা। পরীক্ষা দিয়ে বিকালে বাসায় আসব। এসে চেক করে বলে দিব কিভাবে কি করতে হবে। বায়। ভাল থাকবেন।

      Delete
    2. কিভাবে স্টপ করতে হবে সেটা পোস্টে আপডেট দিয়েছি।

      Delete
    3. কিভাবে স্টপ করতে হবে খুজে পাচ্ছিনাতো ভাই পোস্টটা

      Delete
  8. how to stop this? amar tk kate... airtel sim...

    ReplyDelete
    Replies
    1. অসম্ভব। এয়ারটেল সিমে টাকা কখনই কাটবে না। কারন এসএমএস এর চার্জের দ্বায়িত্ব গুগল ক্যালেন্ডারের।

      এয়ারটেল সিমে হয়ত কোন সার্ভিস অন আছে সেজন্য টাকা কাটছে। সমস্য হলে আমাকে ফেসবুকে জানান।
      http://www.facebook.com/mashpy

      Delete
    2. কিভাবে স্টপ করতে হবে সেটা পোস্টে আপডেট দিয়েছি।

      Delete
  9. দুই জিমেল থেকে একই ফোন নম্বরে মোবাইল সেটিং করলে কি কোনো সমস্যা হতে পারে? গত ১৭ জুলাই ২০১৩ এর কমেন্ট এ বলেছিলাম যে, আমি সফলভাবে সেটিং করেছি। তবে এখন প্রয়োজনে আরেকটি জিমেলের জন্য এলার্ট সেটিং করার জন্য টেলিটক নাম্বার দিয়ে কাজ হলো না। তাই আগে থেকে সেট করা গ্রামিন নম্বর দিয়ে এটাও সেট করলাম। দুটা থেকেই আপাতত টেস্ট এসএমএস পেলাম। আপনার কোনো সাজেশন থাকলে জানাবেন? আপনার সুন্দর জীবন ও পেশাদার সাফল্য কামনা করছি। - হাসিনুল ইসলাম

    ReplyDelete
    Replies
    1. তারমানে কি টেলিটক নাম্বারে এসএমএস আসছে না?
      দুইটা জিমেইলে থাকলে আমি একটা একাউন্টের সকল মেইল অন্যটাতে ফরওয়ার্ড করে রাখি। অন্যটাতেই এলার্ট চালু করা আছে। ফলেই দুইটার যে কোনটাতে মেইল আসলেই এলার্ট পাই।

      Delete
  10. On the off chance that you have any issues with the application or issues, particularly identified with your Yahoo account, then the most ideal way out of such circumstances is reaching Yahoo technical support.http://annasduncan.jimdo.com/

    ReplyDelete
  11. I am unquestionably making the most of your site. You unquestionably have some extraordinary knowledge and incredible stories. Buy Phone Verified Gmail Accounts

    ReplyDelete
  12. Gmail labs are where you can find extremely cool little additional items. Not many of them are made by Google engineer(s) and hardly any provoked on famous interest from Gmail clients. best cheap web hosting

    ReplyDelete
  13. https://www.buyyoutubesubscribers.in/2021/12/20/how-many-views-on-youtube-to-make-money/ The YouTube partner package application process provides videographers a wonderful opportunity to upload and monetize their video by allowing YouTube to place advertisements next to their content. TTo cash in on your creativity, YouTube asks you in the initial application process to answer a few questions. Basically YouTube partners are independent video creators and media companies who are looking for online distribution and who meet YouTube's qualifications. Becoming a partner gives you the ability to share in ad revenue from your YouTube videos.

    ReplyDelete

এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।