Wednesday, May 21, 2014

ওয়ার্ডপ্রেস সাইটের সকল কনটেন্ট অটোমেটিকলি আপলোড করুন আমাজন S3 তে

আমি সাধারনত সে বিষয়গুলো ব্লগে লিখে রাখি যা আমার আগামীতে মনে নাও থাকতে পারে। অথবা এমন কোন বিষয়ের উপর কাজ করলাম যেটার কোন নির্দিষ্ট ফিচার আনতে অনেক লজিক এপ্লাই করতে হয়েছে এমন। কয়েকদিন আগে আমাজন s3 এর উপর কাজ করেছিলাম। ক্লায়েন্টের সাইটে অনেক ইমেইজ। তাই সে চায় তার ইমেইজগুলো লোড হোক আমাজন সার্ভার থেকে এবং পূর্বে যে সকল ইমেইজ তার সার্ভারে আছে সেগুলোও আমাজনে আপ করতে হবে এবং সেখান থেকেই লোড করতে হবে।

Monday, May 5, 2014

পিএইচপি ফ্রেমওয়ার্ক লারাভেল নিয়ে কাজ করার সময় বিভিন্ন সমস্যা এবং তার সমাধান

একটা বড় প্রজেক্টের কাজ করতে হচ্ছে। ডাটাবেজ ডিজাইন অলরেডি করেছি। এখন ইমপ্লিমেন্ট করতে হবে। প্রজেক্টটা পিএইচপি ফ্রেমওয়ার্ক লারাভেল দিয়ে করতে হবে। এটা নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছি। ভাবলাম সমস্যা এবং তার সমাধানগুলো ডকুমেন্টশন করে রাখলে খারাপ হয় না।