Sunday, July 27, 2014

EC2 সার্ভারে ইন্সটল করুন ওয়েব হোস্টিং কনট্রোল প্যানেল Ajenti & Ajenti-v (better than webmin or Zpanel)

আজ যা লিখব তা আমার ৮ দিনের গবেষনার ফল। আমাকে ৬০ ঘন্টার উপরে একই বিষয়ের উপর কাজ করতে হয়েছে।  অনেক নতুন নতুন কমান্ড শিখতে হয়েছে। বন্ধুদের সাথে দেখা করতে পারি নাই, আজ ২৮ রোজার দিনেও ঈদের মার্কেটিং করতে পারি নাই। যাই হোক, সেকেন্ড সেমিস্টারে এমনও কিছু DNS এর কাজ করেছিলাম অনেক কিছু না বুঝেই , আজ অনেক প্রশ্নেরই উত্তর পেয়েছি। যেসব বিষয়ে সমস্যায় পড়েছি Ajenti এর গিটহাবে রিপোতে issue তৈরি করে হেল্প নিতে হয়েছে। ওদের সাপোর্ট খুবই ভাল।