Thursday, March 13, 2014

আমার প্রথম এন্ড্রয়েড এপ "মুক্তিযুদ্ধের গল্প" এবং গুগল প্লে তে এন্ড্রয়েড এপস পাবলিশের নিয়ম

সরকার থেকে মোবাইল এপ্লিকেশন ডেভেলাপমেন্টের উপর সারাদেশে ৫দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছিল। ভার্সিটিতে থাকায় নোয়াখালী জেলা থেকে ৭ই মার্চ সেমিনারে অংশ নিয়েছিলাম। ৫দিনের ওয়ার্শপগুলোতে হাতে কলমে এন্ড্রয়েডের বেসিক ফিচারগুলো দেখানো হয়েছিল। ওয়ার্কশপের শেষে সবাইকে ১ টা প্রজেক্ট বাধ্যতামূলক দেয়ার নিয়ম ছিল। অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করলেও এন্ড্রয়েডে এটাই প্রথম কাজ করা। এমন একটা প্রজেক্ট সিলেক্ট করতে চেয়েছিলাম যেটা অন্তত মানসম্মত হয়, কাউকে দেখানো যায় এবং দিলেও কাজে লাগে। শেষে টপিক নির্ধারন করেছিলাম "মুক্তিযুদ্ধের গল্প" ।