Thursday, December 26, 2013

Rescue Time ব্যবহার করে ফেসবুক আসক্তি কমিয়ে আনুন, আপনার সময়কে আরো কার্যকর করে প্রোডাক্টিভিটি বাড়ান

আমাদের অনেক সময়গুলো সোসাল নেটওয়ার্কিং সাইটেই কাটে, ফেসবুক, টুইটার, মুভি, নাটক বিভিন্ন কিছুর কারনে কাজের কাজ কিছুই হয় না। বরং অকারনে অনেক সময় নষ্ট হয়। অনেক সময় আমরা নিজেরাই জানি না এগুলোতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। আমরা যদি জানতে পারি কোনটাতে কতটুকু সময় ব্যয় করছি, তাহলে কতটুকু সময় ব্যয় করা উচিত তা অনুধাবন করে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারব। আমাদের টাইম ট্র্যাক করার জন্য ভাল একটি ওয়েব এপ্লিকেশন হল www.rescuetime.com .

Monday, December 23, 2013

যেসব হোস্টিং সার্ভারে ফাইল এক্সার্ক্ট করার সুবিধা নেই, সেখানে কিভাবে বড় আকারের ফাইল এক্সার্ক্ট করবেন।

গতকাল একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম...কাজটা ছিল ওয়ার্ডপ্রেস ইন্সটল দিতে হবে। ipage.com এর সার্ভার। বাজে একটা সার্ভার। ফাইল এক্সার্ক্ট করার পর্যন্ত সুবিধা নাই। এমনকি One click wordpress ইন্সটলারও ঠিকমত কাজ করে না। এইসব সার্ভার যারা ডলার খরচ করে কিনে এদের মত বোকা আর কেউ নেই। যাই হোক, সার্ভারে ওয়ার্ডপ্রেস আপলোড করলাম। ফাইল এক্সার্ক্টই করতে পারি না। শেষে আমার সার্ভার থেকে http://net2ftp.mashpy.me/  net2ftp এর স্ক্রীপ্ট ব্যবহার করে ফাইল এক্সার্টের কমান্ড দিয়েছি। ২-৩ মিনিট পর্যন্ত এক্সার্ক্ট করে failed হল। আপনি তখনই net2ftp এর স্ক্রীপ্ট ব্যবহার করবেন যখন আপনি ছোট আকারের ফাইল এক্সার্ক্ট করতে চান।