Thursday, June 26, 2014

ওয়েব ডেভেলাপমেন্টের সব কাজ করুন অনলাইনেই, টিমওয়ার্ক আরো কার্যকরী করে তুলুন।

যদিও ৫১২ কেবিপিএস এর লাইন ইউজ করি তবুও আমি এখন আমার সব কাজ অনলাইনেই করি nitrous.io এর সাহায্যে
এর যা যা সুবিধা=>
১। রেইলস বা লারাভেলে কাজ করার সময় এদের জেমগুলোর সাইজ অনেক হয়। লোকালহোস্টে কাজ করতে গেলে ইনস্টল হতে অনেক দেরি লাগে। আর সার্ভারে ১-২ সেকেন্ডেই ইন্সটল হয়ে যায়। ফলে অনেক তাড়াতাড়ি ডেভেলাপমেন্ট করা যায়।
২। ওয়ার্ডপ্রেস বা অন্য কিছুতে কাজ করলে লোকালহোস্ট থেকে গিটে আপ হতে স্লো নেটের কারনে অনেক টাইম লাগে। সার্ভারে git push কমান্ড দেয়ার সাথে সাথেই আপ হয়ে যায়।

Monday, June 2, 2014

আমাজন EC2 instance এ রেডহ্যাট 6.00 সার্ভারে Apache, Mysql, PhpMyAdmin, FTP, CMS wordpress কনফিগার করার নিয়ম

আমার কাজ ছিল আমাজনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে। যতটুকু সহজ মনে হয়েছিল তার চেয়েও কঠিন কাজ। পুরো তিনদিন আমাকে এর পেছনে সময় ব্যয় করতে হয়েছে ভাল ডকুমেন্টনের অভাবে। ইংরেজীতে ডকুমেন্টশন অনেক আছে। কিন্তু বেশির ভাগই পরিপূর্ণ না। যাই হোক আমাজন ec2 তে কাজ করা একটু কঠিনই। এখানে আপনাকে ঠিকমত ইন্সটেন্স, ভলিউম, সিকিরিটি গ্রুপ, স্ট্যাটিক আইপি ঠিকমত কনফিগার করতে হয়। ভিপিএস তৈরি করার পর আপনাকে ঠিকমত কমান্ডগুলো চালাতে হবে। একটা ভুল কমান্ডই যথেষ্ট ওয়ার্ডপ্রেস ঠিকমত কাজ না করার জন্য। তাই সাবধানে বুঝে বুঝে কাজ করবেন। আর এইখানে আমি যেভাবে ডকুমেন্টশন লিখেছি এর বাহিরেও আপনি অন্য সমস্যায় পড়তে পারেন। আপনাকে নিজের লজিক দিয়ে সেগুলো সমাধান করতে হবে।