Saturday, June 8, 2013

ওপেনসোর্স প্রজেক্টে কাজ করে আট সপ্তাহে আয় করো ৫ হাজার ডলারঃ গুগল সামার অফ কোড

গুগল সামার অফ কোড হল (জিসক) বিশ্বব্যাপী একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটিতে পছন্দের ওপেনসোর্স কমিউনিটির সাথে সরাসরি কাজের সুযোগ পায় এবং প্রজেক্টের জন্য কোডিং করে। যদি প্রজেক্টটি গুগলের কাছে গৃহীত হয় তাহলে পুরষ্কার হিসেবে ৫ হাজার ডলার দেয়া হয়। জিসকের কার্যক্রম শুরু হয়েছিল ২০০৫ সালে। এ পর্যন্ত সারাবিশ্ব থেকে ছয় হাজারেরও বেশী শিক্ষার্থী অংশ নিলেও, বাংলাদেশ থেকে এপর্যন্ত খুব বেশী আবেদন জমা পরেনি, যার মধ্যে ২০ জনেরও কম শিক্ষার্থীর আবেদন গৃহীত হয়েছিলো। অন্যদিকে আমাদের সার্ক প্রতিবেশী শ্রীলংকা থেকে গৃহীত হয় ১৬৪ জন শিক্ষার্থীর আবেদন। জিসক সম্পর্কে ডিটেইলস না জানার কারনেই হয়ত এরকম হয়েছে।