Friday, June 15, 2012

ওয়েব ডেভেলাপারদের বিশেষ প্রয়োজনীয়ঃ ওয়েবসাইটের বিভিন্ন সুন্দর ও আকর্ষনীয় ফিচারগুলোর সোর্সকোডঃ পর্ব - ১

আপনি যখন কোন একজন ক্লায়েন্টের সাইট বানাতে যাবেন তখন ক্লায়েন্ট আপনাকে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন ফিচার যোগ করতে বলতে পারে বা বলতে পারে যে অমুক সাইটের ঐ ফিচারটি আমি আমার সাইটে চাই। ধরুন ফিচারটি জাভাস্ক্রীপ্টের। এই মূহুর্তে আপনার জাভাস্ক্রীপ্ট কোডের গভীরে যতটুকু জানা দরকার তার চেয়েও বেশি জানা দরকার ঐ নির্দিষ্ট ফিচারের সোর্স কোড আপনি কোথায় পেতে পারেন।  আপনার যদি অনেক কিছু সম্পর্কে আগেই ধারনা থাকে তাহলে কাজটি করে ফেলতে সুবিধা। বা আপনি আপনার সাইটে আকর্ষনীয় নতুন কিছু গ্যাজেটও যোগ করতে পারেন। যেমন- ঐদিন এক বায়ার চাইল সে তার সাইটের একটা পেজে সাইড বার মেনু চায় এবং পেজের মাঝখানে গুগল ম্যাপ চায়। সে তার জব পোস্টে লিখে রেখেছে "Expart Javascript Programmer needed". আপনি জাভাস্ক্রীপ্টে পুরোপুরি এক্সপার্ট না হলেও কাজটি করে দিতে পারেন। কাজটি তাকে করে দিতে চাইলে এই পোস্টের ২ নং এবং ১০ নং সোর্সকোড ইউজ...