Thursday, September 26, 2013

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ৫: নতুন প্রজেক্ট সোশাল নেটওয়ার্কিং সাইট তৈরি করা

আজকের টিউটরিয়ালে নতুন একটি ওয়েবসাইট তৈরি করব এবং রুবি অন রেইলসের বাকি সমস্ত টিউটরিয়াল এই ওয়েবসাইটকে কিভাবে পূর্নাজ্ঞ সামাজিক যোগাযোগ সাইট হিসেবে বানানো যায় তা বর্ননা করব। টার্মিনালে লিখুন -

$ rails new social_app_rails

Wednesday, September 25, 2013

সি প্লাস প্লাসঃ পয়েন্টার এবং রেফারেন্সের পার্থক্য

আমার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট জানতে চেয়েছিল পয়েন্টার আর রেফারেন্সের মধ্যে পার্থক্য কি । তখন ওকে বোঝানোর জন্য একটা লিখা লিখেছিলাম সেটাই তুলে দিচ্ছি।

Wednesday, September 18, 2013

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ৪: A Demo App and User Resource

এই টিউটরিয়ালে ডেমো এপ নামে ছোট একটি এপ তৈরি করব। টার্মিনালে গিয়ে লিখুন -
$ cd rails_projects
$ rails new demo_app
$ cd demo_app
$ git init

Thursday, September 12, 2013

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ৩: যেভাবে রেইলস এপটি সার্ভারে আপলোড করবেন

আপনার first_app কিভাবে সার্ভারে ডিপ্লয় করবেন। এর জন্য আপনার সোর্সকোড প্রথমে গিটহাবে আপ করতে হবে তারপর সেখান থেকে হিরোকু সার্ভারে আপ করতে হবে। গিটহাবে আপ করার জন্য গিটহাব একাউন্ট থাকতে হবে। হিরোকুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

Tuesday, September 10, 2013

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ২: First application, File/directory structure, MVC

লিনাক্সে রুবি অন রেইলস কিভাবে ইন্সটল দিতে হবে তা আমার ব্লগের আগের পোস্টে দেখিয়েছিলাম। ভাবলাম রেইলসের উপর একটি মোটামুটি পূর্ন টিউটরিয়াল তৈরি করি। তাই পরবর্তী অংশ লেখা শুরু করলাম। রেইলস শেখার আগে Book of Ruby বইয়ের ১-১২ চাপ্টার পর্যন্ত পড়া থাকলে সব চেয়ে ভাল হয়।

Sunday, September 8, 2013

লিনাক্সে বাংলালায়ন মডেম দিয়ে https যুক্ত কিছু সাইটে এক্সেস করতে না পারার সমাধান।

সমস্যাটার ভুক্তভোগী আজ ৪ মাস ধরে। উবুন্টু লিনাক্স থেকে বাংলালায়ন মডেম দিয়ে ফেসবুক, জিমেইল, ওডেক্স বা গিটহাবের মত সাইটগুলোতে ঢুকতে পারতাম না। সমস্যা সমাধানে গুগল সার্চের বিভিন্ন সমাধান ইমপ্লিমেন্ট করেও কাজ হল না।  বাংলালায়ন কাস্টমার কেয়ারও ঠিকমত সমাধান দিতে পারল না।শেষ পর্যন্ত যে সমাধানটা পেলাম তা হল MTU ভেল্যু চেঞ্জ করে ১৪০০ দিতে হবে। তাহলেই কাজ হবে।