Sunday, April 28, 2013

টেকনোলজির সব কিছু জানুন বাংলায়ঃ টেকনোলজি বেসিক (www.TechnologyBasic.com) সাইটের ডেক্সটপ সফটওয়্যার

সি প্লাস প্লাস কিউট দিয়ে সফটওয়্যারটি ডেভেলাপ করলাম। টেকনোলজি বেসিক ( http://technologybasic.com ) সাইটি গড়ে তোলা হয়েছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের টেকনোলজি জগতে বিভিন্ন শাখা সম্পর্কে সম্যক সংক্ষিপ্ত ধারনা বাংলাতে দেয়ার জন্য। এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে।