Wednesday, October 23, 2013

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ৮: রেইলসে কাজ করার সময় বিভিন্ন এরর এর সমাধান

আমি এই টিউটরিয়ালটিতে রেইলসে কাজ করার সময় বিভিন্ন এরর দেখা দেয় সেগুলো সমাধান ডকুমেন্টশন করে রাখার চেষ্টা করব।

১। 
 rails generate controller Pages home
এই কমান্ড দিয়ে আমরা নতুন পেজ তৈরি করি কনট্রোলারে কাজ করার জন্য। পেজটি রিমুভ করতে হলে এই কমান্ড দিতে হবে -
rails destroy controller Pages home

Tuesday, October 22, 2013

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ৭: রুবি ল্যাঞ্জুয়েজ

আজকের টিউটরিয়ালে আরো রুবি কিছু কমান্ড লিখব। রুবি কমান্ডগুলো জানলে রেইলসের বিভিন্ন কোড বোঝা এবং লিখার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে।
 >> "foo bar baz".split  // split এর মাধ্যমে এখানে whitespace split করা হচ্ছে।
=> ["foo", "bar", "baz"]

রুবি অন রেইলস টিউটরিয়াল পর্ব ৬ : রুবি ল্যাঞ্জুয়েজ

রুবি ল্যাঞ্জুয়েজ থেকেই রেইলস ফ্রেমওয়ার্কের তৈরি। রেইলস তৈরি করার সময় আরো কিছু ফিচার যোগ করা হয়েছে যেগুলো রুবি ল্যাঞ্জুয়েজে ছিল না। এখন আমরা কমান্ড লাইনে রুবি ল্যাঞ্জুয়েজটির সিনট্যাক্স এবং ব্যবহার পদ্ধতি দেখব।
=> rails c
কমান্ডটি দিয়ে রেইলস কমান্ড লাইনটি আনব। এখানেই রুবি ল্যাঞ্জুয়েজের সিনট্যাক্সগুলো লিখব।