cse স্টুডেন্টদের শেষবর্ষের দিকে থিসিস নিতে হয়। সেখানে অনেকে নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয়ের উপর থিসিস করে। এই কাজটি করার জন্য NS3 ইনস্টল এবং কনফিগার করতে হয়। ns3 এর সোর্স ডাউনলোড করে কম্পাইল করতে হয়। ফলে যারা লিনাক্সে নতুন তাদের জন্য বিষয়টি একটু ঝামেলার। আমি চেষ্টা করব বিস্তারিত ব্যাখ্যা করে লিখতে। কোন কমান্ড যদি না কাজ করে আমাকে কমেন্টে জানাবেন।