Sunday, March 6, 2011

হ্যাকারদের কীলগার থেকে মুক্তি পেতে এন্টি-কীলগার

পাসওয়ার্ড চুরির হাত থেকে রক্ষা পাওয়ায় জন্য এ পোস্টটি গুরুত্মপূর্ণ। এক্ষেত্রে আমি ব্রাউজার ফায়ারফক্সের একটি এড অন ইউজ করছি।

এটি ফায়ারফক্স এর key scrambler নামে একটি এড অন। যা ইন্সটল করলে কীলগার অথবা স্পাইওয়ার কিছু করতে পারবে না। এটার কাজ করার প্রক্রিয়া এরকম- আপনি যখন এটা অন করে রেখে ইউজার নেইম ও পাসওয়ার্ড বসাতে হবে। প্রশ্ন হল- অন রাখতে হবে কেন?
ধরুন আপনার পিসিতে কীলগার ইন্সটল আছে, অন রাখলে আপনি যা টাইপ করবেন এই সফটওয়্যারটা কী-লগার কে বুঝাবে যে আপনি অন্য কিছু টাইপ করেছেন, ফলে কীলগারে ভুল কী ইনফরমেশন রেকর্ড হবে। যেমন Mashpy Says লেখলে এটা আসবে 4wm5,5 a=

আমি ডাউনলোড লিঙ্ক দিচ্ছি না,কারণ অনেক সময় অনেক এড অন ভিন্ন ভার্সন এর জন্য সাপোর্ট করে না। তাই কাজটি এভাবে করতে হবে।

firefox এ tools- “add-ons” – Get add ons- এখানে একটা ছোট সার্চ বক্স পাবেন।এখানে টাইপ করুন key scrambler -এন্টার। আপনি সফটওয়্যার টা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন। তারপর পিসি রিস্টার্ট।
এখন কোন জায়গায় পাসওয়ার্ড বসাতে হলে system tray এর নতুন একটা আইকন key scrambler এ ডাবল ক্লিক করুন।




এবার এটা অন হবে। এবার পাসওয়ার্ড দিন।
আপনি যখন বাংলা লিখতে যাবেন তখন এটা অফ করে রাখতে হবে।system tray এর নতুন একটা আইকন key scrambler এ ডাবল ক্লিক দিলে অফ হবে। সমস্যা হলে জানাবেন।

No comments:

Post a Comment

এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।