Thursday, August 16, 2012

সফটওয়্যার ডেভেলাপমেন্টঃ সি প্লাস প্লাস কিউট প্রজেক্ট সার্কিট চিপসেট

এই প্রজেক্টে সার্কিটের অনেকগুলো চিপ থাকবে। এই চিপগুলোকে জুম ইন এবং জুম আউট করা যাবে। জুম আউট করা হলে আমাদের দেয়া একটা ছবির মত হয়ে যাবে। অন্যভাবে বলা যায়, ধরুন একটি ছবি আছে। একে যদি বহুগুণে জুম করা হয় তাহলে দেখা যাবে সব সার্কিটের চিপের সমাহার।
(বড় করে দেখতে ছবিটিতে ক্লিক করুন)
প্রথমে দেখুন এই প্রজেক্টটি তৈরি করতে যে যে ফাইলগুলো লাগবে। কিভাবে কম্পাইল করতে হয় তা এই পোস্টে দেখে নিতে পারেন।

chip.cpp কোডে পুরো প্রজেক্টের মূল বিষয়টি বর্ণনা করা হয়েছে।


সোর্সকোড দেখতে চাইলে বা পরিবর্তন করতে চাইলে এখান থেকে কমিট করতে পারেন। পুরো সোর্সকোড ডাউনলোড করতে ক্লিক করুন এখানে । তৈরি করা প্রজেক্টটির এক্সিকিউটেবল ফাইল ডাউনলোড করুন এখান থেকে।
আমি শুধু এখানে মূল লজিকটুকু এবং এর কোডের গুরুত্বপূর্ন অংশটুকু ব্যাখ্যা করলাম। বাকীটা নিজেকে বুঝে নিতে হবে। তবুও যদি কোন অংশে সমস্যা থাকে যোগাযোগ করবেন।

No comments:

Post a Comment

এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।