Saturday, July 24, 2010

ডাউনলোড এর সময় কিছুটা বিদ্যুৎ খরচ বাঁচান

অনেক সময় দেখা যায়, বড় ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে যদি কারেন্ট চলে যায় তাহলে সমস্যা হয়ে যায়। কারন ইউপিএস আপনাকে অনেকক্ষণ ব্যাকআপ দিতে পারে না। তাই আমি ছোট একটি পদ্ধতি শিখাব যাতে আপনি কারেন্ট চলে গেলেও ইউপিএস এর একটু বেশি ব্যাকআপ পান।


ডেক্সটপ এ right ক্লিক করুন- poperties- screensaver- power- এখানে নিচে লেখা আছে Turn off monitor- এখানে ১ মিনিট দিয়ে apply-ok করে বেরিয়ে আসুন।


  
 

আপনি যদি ১ মিনিট মাউস অথবা কীবোর্ড না নাড়ান, তাহলে মনিটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার আপনি যদি মাউস নাড়ান তাহলে মনিটর আবার নিজে নিজে অন হবে। এ কাজটা করলে আমি যদি মোবাইল ফোনে কারও সাথে কথা বলি, বা দীর্ঘ সময়ের জন্য কোথাও যাই, তাহলে কাজে লাগে। তাছাড়া ডাউনলোড এর সময় ১ মিনিট পর মনিটর বন্ধ হয়ে যায়,ফলে কারেন্ট না থাকলে ডাউনলোড করার সময় ইউপিএস এর ব্যাকআপ বেশি পাওয়া যায়। ডাউনলোড শেষ হওয়ার পর একটা রিং বাজে। ফলে বুঝতে পারি ডাউনলোড শেষ হয়েছে। ও আচ্ছা, রিং বাজে এই কারনে যে আমি IDM ডাউনলোড ম্যানাজারে রিং সেট করে রেখেছি। আমি অনেক জায়গায় দেখেছি, বড় ডাউনলোড দেয়ার সময় এমন ভাবে সেট করে রাখে যাতে ডাউনলোড শেষ হয়ে পিসি অফ হয়ে যায়।

No comments:

Post a Comment

এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।