Tuesday, January 27, 2015

গিটহাব স্টূডেন্ট প্যাকঃ ১৫ টি সার্ভিস ব্যবহার করুন বিনামূল্যে, Example: Namecheap, Stripe , Digital Ocean Etc.

গিটহাব শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য একটি ডেভেলাপার প্যাক ছেড়েছে যা শুধু স্টুডেন্টরাই ব্যবহার করতে পারবে।


আপনারা এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন ওরা কি কি দিবে। তবুও আমি ব্যাখা করছি ।

১। ATOM : এটা অনেক ভাল একটি টেক্সট এডিটর। ওপেনসোর্স ।

২। Bitnami : আমরা ক্লাউড সার্ভারে সময় বাচানোর জন্য এক ক্লিকেই বিভিন্ন এপ্লিকেশন সেটাপ করে ফেলি। প্রতি মাসে এর জন্য ৪৯ ডলার চার্জ দিতে হয়। আপনি এটা বিনামূল্যে বছর ব্যবহার করতে পারবেন।

৩। crowd flower : ডাটা কালেকশন , এনরিচ , ডাটা মাইনিং বিভিন্ন কাজে ব্যবহার হয়। এর জন্য মাসে ২৫০০ ডলার চার্জ দিতে হয়। আপনি এটা বিনামূল্যে পাচ্ছেন।

৪। Digital Ocean: এটা ভিপিএস সার্ভার তৈরি করার সুযোগ দেয়। আগে আমি ওদের সার্ভিস ইউজ করতাম। অনেক ভাল। কিন্তু ক্রেডিট কার্ড না থাকার কারনে পরে আর ইউজ করতে পারি নি। গিটহাব আপনাকে ১০০ ডলার ক্রেডিট দিবে এদের সার্ভিস ব্যবহারের জন্য।

৫। dns simple : আমরা যখন আমাজনে EC2 তে একটা সার্ভার তৈরি করি আমাদের আইপি এড্রেস দেয়। সেই আইপি এড্রেস ডোমেইন কনট্রোল প্যানেলে গিয়ে বসাতে হয়। আমার যদি সাবডোমেইন ক্রিয়েট করতে যাই তখন আমার ডোমেইন কনট্রোল প্যানেলে গিয়ে আপডেট করতে হয়। এর থেকে যদি নেমসার্ভার বসাতাম তাহলে এত পেইন খেতে হয় না। হোস্টিং থেকেই কনট্রোল করতে পারতাম। dns simple এই কাজটা সহজ করে দেয়। তারা নেম সার্ভার দিয়ে দেয়। এর জন্য তাদের মাসে ৩ ডলার করে পে করতে হয়। গিটহাব আপনাকে ২ বছর এটা বিনামূলে ব্যবহারের সুবিধা দিবে।

৬। গিটহাব : আমরা গিটহাবে যে সোর্সই রাখি না কেন আমাদের সব পাবলিক রাখতে হয়। কিন্তু প্রাইভেট রাখতে গেলেই টাকা খরচ করতে হয়। অনেক বড় বড় কোম্পানি গিটহাবে টাকা খরচ তাদের সোর্সকোড রাখে। স্টুডেন্ট প্যাকের আওতায় গিটহাব Micro account খোলার সুযোগ দিবে। যা নিতে হলে মাসে ৭ ডলার খরচ করতে হয়। গিটহাব এটা আপনাকে বিনামূল্যে দিবে।

৭। HackHands : এখানে আছে বিশ্বের বেশির ভাগ প্রোগ্রামিং এক্সপার্ট। তাদের হেল্পের জন্য আপনি প্রশ্ন করতে পারেন। প্রতি মিনিট সময় ব্যায়ের জন্য আপনাকে ১ ডলার খরচ করতে হবে। গিটহাব আপনাকে ২৫ ডলার ক্রেডিট দিবে।

৮। Visual Stdio:  Visual Studio Community 2013 এবং DreamSpark collection টুলগুলো ব্যাবহার করতে প্রায় ৫০০ ডলারের মত খরচ হয়। অথবা আপনার ভার্সিটির যদি অনুমোদন থাকে তাহলেও ব্যবহার করতে পারবেন। কিন্তু বাংলাদেশের অনেক ভার্সিটিরই এটার জন্য সাবস্ক্রাইব করে নি। যাই হোক গিটহাব স্টূডেন্ট প্যাক সুবিধা থেকে আপনি এটার পূর্ণ এক্সেস পাচ্ছেন।

৯। NameCheap:  নেমচিপ থেকে আপনি বিনামূল্যে .me এর ডোমেইন কিনতে পারবেন। ১ বছরই ফ্রী। আর সাথে পাচ্ছেনি বিনামূল্যে ssl সার্টিফিকেট।

১০। orchestrate : NoSql ডাটাবেজ সার্ভিসের জন্য এটা ইউজ করা হয়। প্রতিমাসে ৪৯ ডলার দিতে হয়। আপনি পাচ্ছেন ফ্রীতে।

১১। screenhero : এটা টিমভিউয়ারের মত একটা সার্ভিস। প্রতিমাসে ১১ ডলার পে করা লাগে। আপনি বিনামূল্যে পাবেন।

১২। sendgrid : ইমেইল ডেলিভার করার সার্ভিস। ১৫ হাজার ইমেইল বিনামূল্যে পাঠানো যাবে। সাধারন অবস্থায় ২০০ মেইল পাঠাতে দেয়।

১৩। stripe: ক্রেডিট কার্ড সার্ভিসের জনপ্রিয় একটি মাধ্যম। ১০০০ ডলার ইনকাম পর্যন্ত ওরা কোন চার্জ আপনার থেকে কাটবে না।

১৪। travis-ci : সোর্সকোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কাজে লাগে। মাসে ৬৯ ডলার করে পে করতে হয়। আপনি ফ্রীতে এক্সেস পাবেন।

১৫। Unreal Engine: গেম ডেভেলাপমেন্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। প্রতিমাসে ১৯ ডলার চার্জ দিতে হয়। স্টূডেন্ট হওয়ার কারনে আপনি বিনামূল্যে পাবেন।



## আপনি যে স্টূডেন্ট তা জন্য গিটহাবকে আপনার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা ইমেইল সাবমিট করতে হবে এবং গিটহাব পার্সোনাল একাউন্টে সেটা এড করা থাকতে হবে। ইউনিভার্সিটি থেকে যদি কোন ইমেইল এড্রেস প্রোভাইড না করা হয় তাহলে ইউনিভার্সিটির আইডি কার্ডে উভয় পিঠ স্ক্যানিং করে এই লিঙ্কে সাবমিট করবেন। তার আগে আপনার গিটহাবের পার্সোনাল একাউন্ট থাকতে হবে।

2 comments:

  1. ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্টের জন্য :)

    ReplyDelete
  2. অসাধারণ । অনেক উপকারী একটি পোস্ট। ভাল লাগা রইল। বুকমার্ক করে রাখলাম। মাঝে মাঝে দেখে নিব।

    ReplyDelete

এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।