Wednesday, November 21, 2018

সফটওয়্যার আইডিয়া ১ঃ অটো জব এপ্লিকেশন সাবমিশন সিস্টেম।

আমার কাছে সবচেয়ে ঝামেলার কাজ মনে হয় বিডি জবস এ এপ্লাই করা। সরকারী চাকরীর কোন জবে এপ্লাই করা তো আরো বিরক্তিকর। আপওয়ার্কে কোন জব অ্যানালাইসিস করে বিড করাও টাইম কনজিউম। সবগুলো সিস্টেম অটোমেটেড হলে ভাল হত।

১। যেমন বিডিজবস এর সিস্টেম এমন হতে পারত যে বা আমি নতুন কোন ওয়েবসাইট বানালাম যেখানে আমি কিসে কিসে এক্সপার্ট সেটা ওয়েবসাইটে লিস্টিং করে রাখলাম।
২। এবার অটোবট বিডি জবসের আইটি জবগুলোতে ঢুকবে। টাইটেল এবং ডেসক্রিপশন অ্যানালাইসিস করবে। এগুলো আমার স্কীলের সাথে মিলে কিনা।
৩। কত বছরের এক্সপেরিয়েন্স চাইছে সেটাও মিলে কিনা।

৪। অহ ! আমি কোন এরিয়াতে থাকি এবং কোথায় কোথায় জব করতে ইচ্ছুক সেইটাও সিস্টেমে এড করা রাখা দরকার ছিল। এবার কোম্পানীর লোকেশন আর আমার এরিয়ার কাছাকাছি কিনা সেইটাও চেক করবে।
৫। সেলারী রেঞ্জ কেমন তা অ্যানালাইসিস করতে হবে। যদি negotiable লিখে রাখে তাইলে এখানে আরেকটা চেকিং রাখা লাগবে। 
৬। চেকিংটা হচ্ছে কোম্পানীর ওয়েবসাইট চেক করবে। সেই ওয়েবসাইট কবে রেজিস্টেশন হয়েছে। রেজিস্ট্রেশন ডেট অনুসারে বোঝা যাবে কবে কোম্পানী স্টার্ট হয়েছিল। ওদের সাইটে কাদের কাদের ব্যাকলিংক করে রাখছে ঐখান থেকে ক্লায়েন্ট লিস্ট বোঝা যাবে। কোম্পানীর contact us অপশনের টেক্সটও অ্যানালাইসিস করতে হবে। চেক করতে হবে যে এদের দেশের বাহিরে অন্য কোথাও অফিস আছে কিনা।
৭। কোম্পানীর নাম গুগলে উপস্থিতি কেমন সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। কি পরিমান ব্যাকলিংক কোম্পানীর জন্য হয়েছে সেটা চেক করতে হবে।
৮। বেসিসের রেজিস্ট্রেশন আছে কিনা চেক করতে হবে। ঐখানেও কিছু ইনফরমেশন দেয়া থাকে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। রেজিস্টেশন নাম্বার কত সেটা থেকেও বোঝা যাবে কবে রেজিস্টার্ড হয়েছিল।
৯। সাধারনত কোম্পানীগুলোর গ্লাসডোরে একাউন্ট থাকে না। ভাল ভাল কোম্পানীগুলোর গ্লাসডোরে একাউন্ট থাকে। ঐসব তথ্য নিয়ে অ্যানালিসিস করতে হবে।
১০। কোম্পানীর কয়দিন অফিস ৫ দিন নাকি ৬ দিন এটাও চেক করবে।

এত সব অ্যানালাইসিসের পর সিস্টেম একটা জবকে একটা রেটিং প্রদান করবে। ভাল রেটিং পাইলে এবং নিজের সেট করা স্কীলের সাথে মিলে গেলে তারপর ঐ জবে ইমেইলের মাধ্যমে অটো এপ্ল্যাই হবে। আমার ইমেইল থেকে যেন ইমেইল যায় এর জন্য SMTP ডিটেইলস দিয়া দিবো। ফলে আমার মেইল থেকেই কোম্পানীর কাছে মেইল যাবে।

কোম্পানী যদি ইমেইল এড্রেস না রাখে এবং বিডিজবস এর মাধ্যমেই এপ্লাই হোক এমন চায় তাহলেও ইউজারনেম এবং পাসওয়ার্ড সিস্টেমকে প্রোভাইড করে রাখবো। সিস্টেম অটোমেটিক এপ্লাই করে দিবে with salary range expectation :)

এতসব কিছু করার পর আমার কাছে একটা মেইল দিয়া দিবে যে সিস্টেম ঐ কোম্পানীতে অটোমেটিক এপ্লাই করছে। এই সিস্টেমের একটা নেগেটিভ দিক হচ্ছে সবাই তাইলে এমনভাবে স্কিল সেট করে রাখবে আর অটো এপ্লাই হয়ে যাবে। এত এপ্লিকেশন দেখে কোম্পানীর HR এর মাথা খারাপ হবে। কিন্তু আমার মত অলসদের জন্য এই সিস্টেম খুব কাজের আর এই প্রজেক্ট যে কোডিং করতে পারবে তার অনেক কিছু শেখা হবে।

No comments:

Post a Comment

এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।