আজকের লেখাটা যথারীতি লিনাক্স নিয়ে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আমরা সাধারনত পাসওয়ার্ড দেই। যেই পাসওয়ার্ডটা ইউজার এবং রুটের জন্য ব্যবহার হয়ে থাকে । অনেক সময় পিসিতে গুরুত্মপূর্ণ ফাইল থাকে । চাই না যে অন্য কেউ লগিন করুক পিসিতে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ব্যবহার করি বলে ইউজার বা রুট পাসওয়ার্ড কেউ ভাঙ্গতে পারবে না এই ভেবে বসে থাকলে হয়ত কিছুটা জানা বাকী থেকে যাবি। জানার এই বাকী অংশটুকুই জানাচ্ছি।
১ । ইউজার বা রুট পাসওয়ার্ড সহজেই সিঙ্গেল ইউজার মুড এ যেয়ে পরিবর্তন করা যায়। ফলে লিনাক্সে ইউজার পাসওয়ার্ড সেট করে রাখলেও অন্য কেউ লগিন করতে পারবে।
২। (১) নাম্বারের সমাধান হিসেবে পাসওয়ার্ড কেউ যেন পরিবর্তন না করতে পারে তাহলে সিঙ্গেল ইউজার মুড বন্ধ করে রাখি।
৩। কিন্তু সিঙ্গেল ইউজার মুড বন্ধ হলে বিশেষ মূহূর্তে সমস্যা হয়, অনেক সময় সিঙ্গেল ইউজার মুড নিজেরি দরকার লাগে।
৪। সুতরাং সিঙ্গেল ইউজার মুড বন্ধ করার ২ নং চিন্তা বাদ। অন্য চিন্তায় আসেন।
৫। সিঙ্গেল ইউজার মুড এ যেতে হলে গ্রাব এর সাহায্য নিতে হয়। আর এখানে গিয়েই ইউজারের পাসওয়ার্ড ভেঙ্গে দেই।
৬। ওক্কে, তাহলে লিনাক্স সিস্টেম সুরক্ষিত করার জন্য গ্রাবেই পাসওয়ার্ড সেট করে দেই, তাহলে আর পাসওয়ার্ড ভাঙ্গা যাবে না।
------ এটাই হল পোস্টের সংক্ষিপ্ত সারমর্ম। যেখানে বলেছি আমি কি করতে যাচ্ছি, কেন করব বা কি জন্য বা কি উদ্দেশ্যে করব।
----------
১ । ইউজার বা রুট পাসওয়ার্ড সহজেই সিঙ্গেল ইউজার মুড এ যেয়ে পরিবর্তন করা যায়। ফলে লিনাক্সে ইউজার পাসওয়ার্ড সেট করে রাখলেও অন্য কেউ লগিন করতে পারবে।
২। (১) নাম্বারের সমাধান হিসেবে পাসওয়ার্ড কেউ যেন পরিবর্তন না করতে পারে তাহলে সিঙ্গেল ইউজার মুড বন্ধ করে রাখি।
৩। কিন্তু সিঙ্গেল ইউজার মুড বন্ধ হলে বিশেষ মূহূর্তে সমস্যা হয়, অনেক সময় সিঙ্গেল ইউজার মুড নিজেরি দরকার লাগে।
৪। সুতরাং সিঙ্গেল ইউজার মুড বন্ধ করার ২ নং চিন্তা বাদ। অন্য চিন্তায় আসেন।
৫। সিঙ্গেল ইউজার মুড এ যেতে হলে গ্রাব এর সাহায্য নিতে হয়। আর এখানে গিয়েই ইউজারের পাসওয়ার্ড ভেঙ্গে দেই।
৬। ওক্কে, তাহলে লিনাক্স সিস্টেম সুরক্ষিত করার জন্য গ্রাবেই পাসওয়ার্ড সেট করে দেই, তাহলে আর পাসওয়ার্ড ভাঙ্গা যাবে না।
------ এটাই হল পোস্টের সংক্ষিপ্ত সারমর্ম। যেখানে বলেছি আমি কি করতে যাচ্ছি, কেন করব বা কি জন্য বা কি উদ্দেশ্যে করব।
----------
----------
----------
----------
উপরের ৫ নাম্বার কাজে আসি, আগে পাসওয়ার্ড ভাঙ্গা শিখেন, তারপর জোড়া লাগাইয়েন।
সিঙ্গেল ইউজার মুডে যাওয়ার জন্য গ্রাবের সাহায্য নিব। পিসি রিস্টার্ট মারেন। গ্রাব আসলে "e" চাপ দেন। এরপর কী-বো
র্ডের UP-Down বাটন দিয়ে ২য় লাইনে কার্নেল এর ভার্সনের উপর সিলেক্ট করেন। এবার আবার "e" চাপেন। দেখবেন একটা ব্ল্যাকস্ক
্রীন পেয়েছেন। এখানে একটা স্পেস চাপুন। তারপর লিখেন "single" . তারপর কীবোর্ডের এন্টার চাপেন। এবার "b" চাপেন।
এই জায়গায় মানুষ যেই ভুলগুলো করে --
- (ক) গ্রাব কি জিনিস এইটাই চিনে না ! যাই হোক, পিসি অন করার সময় দেখবেন এই স্টাইলের লেখা আসবে ---
* Linux - mint Karnel 2.6.0.02
* Linux mint Recovery
* Linux mint Memory Test +
এইটাই গ্রাব।
- (খ) ২ নাম্বার ভুল করে যেটা আমিও করেছিলাম। "microsft Xp" এর উপরে সিলেক্ট থাকা অবস্থায় "e" চেপেছি ! এরকম করলে কিন্তু হবে না। আপনাকে " Linux - mint Karnel 2.6.0.02 " এর উপরে গিয়ে "e" চাপতে হবে।
- (গ) ব্ল্যাকস্ক
passwd root
new password = *********
/* আপ্নের নতুন পাসওয়ার্ড দেন। */
repeat password = ********
কমান্ড দেন -
reboot
এবার আপনের লিনাক্স অপারেটিং সিস্টেম অন হলে সুন্দরমত আপ্নের ইউজার নেম আর নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন দিতে পারেন। অথবা other এ ক্লিক করে ইউজারনেম - root এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন করতে পারেন।
উপরের ৬ নাম্বার কাজে আসি, কাজ আর কিছু না গ্রাবে পাসওয়ার্ড সেট করব। রুট মুডে লগিন করা লাগবে । এর জন্য প্রথমে Switch user - Other - ইউজার নেম - root , আর পাসওয়ার্ড = আপ্নের পাসওয়ার্ড আপনি জানেন !
মেনু থেকে Terminal এ যান। টাইপ করেন -
grub লিখে এন্টার চাপেন।
grub> আসবে। এবার লিখেন grub>md5cr
ypt
password: mashpy /* গ্রাবের জন্য একটা পাসওয়ার্ড লিখেন। */
encrypt: $1$lS2dv/
$JOcHkLosIn
7CJk9xShzz
JVw /* সাথে সাথেই আপনার পাসওয়ার্ড এনক্রীপ্ট করে md5 এর ৩২ অক্ষরের কোড দিয়ে দিবে। */
grub> quit
/
* কোড চাপেন
। */
এবার চাপেন
-
vi /boot/
grub/
grub.conf
দেখবেন বিশাল ফাইল পা
বেন। এখন i
চাপেন। ফা
ইলে ভাল কর
gfxmenu (
hd0,4)/
message
color whi
te/
blue black/
light-gray
default 0
timeout 8
খুজে পেলে
বোল্ড করা
লাইনটি যো
গ করুন। লা
একটু আগে
পাসওয়ার্ডে
র এনক্রীপ্
ট করা কোডট
password -
-md5 $1$lS
2dv/
$JOcHkLosIn
এবার Esc
চাপুন। তার
পর : (কোলন
) চাপুন, ত
এ কাজটি আপ
নি সফলভাবে
করতে পারল
ে গ্রাবে প
গ্রাবে যান
। "e" চাপে
ন। দেখবেন
কাজ হবে না
এবার পাসওয়ার্ডের ঘরে
আপ্নের গ্
রাবের পাসও
য়ার্ড দিলে
No comments:
Post a Comment
এখানে আপনি আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করতে পারেন।