আজকের লেখাটা যথারীতি লিনাক্স নিয়ে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আমরা সাধারনত পাসওয়ার্ড দেই। যেই পাসওয়ার্ডটা ইউজার এবং রুটের জন্য ব্যবহার হয়ে থাকে । অনেক সময় পিসিতে গুরুত্মপূর্ণ ফাইল থাকে । চাই না যে অন্য কেউ লগিন করুক পিসিতে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ব্যবহার করি বলে ইউজার বা রুট পাসওয়ার্ড কেউ ভাঙ্গতে পারবে না এই ভেবে বসে থাকলে হয়ত কিছুটা জানা বাকী থেকে যাবি। জানার এই বাকী অংশটুকুই জানাচ্ছি।
Showing posts with label পাসওয়ার্ড. Show all posts
Showing posts with label পাসওয়ার্ড. Show all posts
Thursday, April 19, 2012
Sunday, June 20, 2010
হ্যাকারের হাত থেকে নিজের পাসওয়ার্ড রক্ষা কার্যকরী সমাধান
আমি মাসপি, নিচের পোস্টটিই ছিল আমার জীবনে ব্লগে লেখা প্রথম পোস্ট। টেকটিউন্সে লিখেছিলাম। এই পোস্টটির সাহায্যে আপনি আপনার বিভিন্ন আইডির পাসওয়ার্ড কিভাবে নিরাপদে সংরক্ষন করতে পারবেন, তা জানবেন। ক্ষতিকর স্পাইওয়্যার বা কীলগার থেকে বাঁচার কার্যকরী সমাধান।
Subscribe to:
Posts (Atom)