আজকের লেখাটা যথারীতি লিনাক্স নিয়ে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আমরা সাধারনত পাসওয়ার্ড দেই। যেই পাসওয়ার্ডটা ইউজার এবং রুটের জন্য ব্যবহার হয়ে থাকে । অনেক সময় পিসিতে গুরুত্মপূর্ণ ফাইল থাকে । চাই না যে অন্য কেউ লগিন করুক পিসিতে। লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ব্যবহার করি বলে ইউজার বা রুট পাসওয়ার্ড কেউ ভাঙ্গতে পারবে না এই ভেবে বসে থাকলে হয়ত কিছুটা জানা বাকী থেকে যাবি। জানার এই বাকী অংশটুকুই জানাচ্ছি।