আপনি যদি সফটওয়্যার ডেভেলাপমেন্টে আসতে চান তাহলে পাড়ি দিতে হবে বহুপথ, জানতে হবে অনেক কিছু। টেকনোলজির প্রায় অনেক বিষয় সম্পর্কে ধারনা থাকতে হবে। আর কোন জ্ঞান যে কখন কাজে লাগে বা আগামীতে লাগবে নির্দিষ্ট করে বলা যায় না। অধিক ব্যাকগ্রাউন্ড নলেজ কোন কাজ দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে করতে সহয়তা করবে।