Showing posts with label সিপ্লাসপ্লাস. Show all posts
Showing posts with label সিপ্লাসপ্লাস. Show all posts

Wednesday, August 8, 2012

ক্যারিয়ার গড়ুন সফটওয়্যার ডেভেলাপমেন্টে

আপনি যদি সফটওয়্যার ডেভেলাপমেন্টে আসতে চান তাহলে পাড়ি দিতে হবে বহুপথ, জানতে হবে অনেক কিছু। টেকনোলজির প্রায় অনেক বিষয় সম্পর্কে ধারনা থাকতে হবে। আর কোন জ্ঞান যে কখন কাজে লাগে বা আগামীতে লাগবে নির্দিষ্ট করে বলা যায় না। অধিক ব্যাকগ্রাউন্ড নলেজ কোন কাজ দ্রুত এবং কার্যকর পদ্ধতিতে করতে সহয়তা করবে।

Monday, May 21, 2012

এবার নিজেই সফটওয়্যার তৈরি করুন ; প্রজেক্টঃ Simple Clock

সফটওয়্যারটি তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত কোডিং সহ অন্যান্য সব কিছুর একে একে ব্যাখা দেয়ার চেষ্টা করব। আমি নিজেই খুব একটা এক্সপার্ট না। কিন্তু যারা এক্সপার্ট লেভেল নিয়ে কাজ করেন তারা যদি এই স্টাইলে ব্যাখ্যা করত আমাদের মত আগ্রহীরা যে কত উপরের লেভেলে যেতে পারতাম তা হয়ত বলার অপেক্ষা রাখে না। তবুও বলি, “ভেঙ্গে যাবে সিড়ি তবুও উপরে উঠা থামবে না।”