গতপোস্টে লিখেছিলাম লিনাক্সে সি প্রোগ্রাম যেভাবে খুব সহজে কম্পাইল ও রান করা যায় … । ঐ পোস্টে আমি কোড ব্লকস নিয়ে লিখেছিলাম। কিন্তু কোড ব্লকস নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম এর চেয়ে সুন্দরভাবে জিনিতে ভালভাবে কাজ করা যায়। তাই আজ লিখছি জিনি নিয়ে।
Sunday, December 18, 2011
Thursday, September 22, 2011
লিনাক্সে সি প্রোগ্রাম যেভাবে খুব সহজে কম্পাইল যায়
আমরা বেশিরভাগই জানি না লিনাক্সে কিভাবে সি প্রোগ্রামিং করা যায়। কারণ বেশিরভাগই সি প্রোগ্রাম করার জন্য উইন্ডোজে টার্বো সি বা কোড ব্লকস ইউজ করে। কিন্তু লিনাক্সে কিভাবে প্রোগ্রামিং করা যায় সে চিন্তা থেকেই এই পোস্টটি। আশা করি কাজে লাগবে।
Sunday, March 6, 2011
হ্যাকারদের কীলগার থেকে মুক্তি পেতে এন্টি-কীলগার
পাসওয়ার্ড চুরির হাত থেকে রক্ষা পাওয়ায় জন্য এ পোস্টটি গুরুত্মপূর্ণ। এক্ষেত্রে আমি ব্রাউজার ফায়ারফক্সের একটি এড অন ইউজ করছি।
Monday, August 9, 2010
নেট স্পীড কম হলেও যে কোন জায়গা থেকে আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন
এই পোস্টটি আমার সকল চেষ্টা দিয়ে পুরো ব্যাপারটি খুব সুন্দরভাবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। এর সাহায্যে আপনি দূর থেকেই কোন পিসির পূর্ণ নিয়ন্ত্রন নিতে পারেন এবং আপনার বন্ধু যদি পিসির কোন সমস্যায় পড়ে তাহলে আপনি দূরে থেকেই খুব সহজে সমাধান করতে পারেন। এর বিশেষত্ম হচ্ছে কম্পিউটারের সাথে সাথে আপনি মোবাইল থেকেও অন্যের পিসির পূর্ণ নিয়ন্ত্রন করতে পারছেন।
Saturday, July 24, 2010
ডাউনলোড এর সময় কিছুটা বিদ্যুৎ খরচ বাঁচান
অনেক সময় দেখা যায়, বড় ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে যদি কারেন্ট চলে যায় তাহলে সমস্যা হয়ে যায়। কারন ইউপিএস আপনাকে অনেকক্ষণ ব্যাকআপ দিতে পারে না। তাই আমি ছোট একটি পদ্ধতি শিখাব যাতে আপনি কারেন্ট চলে গেলেও ইউপিএস এর একটু বেশি ব্যাকআপ পান।
Sunday, June 20, 2010
হ্যাকারের হাত থেকে নিজের পাসওয়ার্ড রক্ষা কার্যকরী সমাধান
আমি মাসপি, নিচের পোস্টটিই ছিল আমার জীবনে ব্লগে লেখা প্রথম পোস্ট। টেকটিউন্সে লিখেছিলাম। এই পোস্টটির সাহায্যে আপনি আপনার বিভিন্ন আইডির পাসওয়ার্ড কিভাবে নিরাপদে সংরক্ষন করতে পারবেন, তা জানবেন। ক্ষতিকর স্পাইওয়্যার বা কীলগার থেকে বাঁচার কার্যকরী সমাধান।
Subscribe to:
Posts (Atom)