আমার কাছে সবচেয়ে ঝামেলার কাজ মনে হয় বিডি জবস এ এপ্লাই করা। সরকারী চাকরীর কোন জবে এপ্লাই করা তো আরো বিরক্তিকর। আপওয়ার্কে কোন জব অ্যানালাইসিস করে বিড করাও টাইম কনজিউম। সবগুলো সিস্টেম অটোমেটেড হলে ভাল হত।
১। যেমন বিডিজবস এর সিস্টেম এমন হতে পারত যে বা আমি নতুন কোন ওয়েবসাইট বানালাম যেখানে আমি কিসে কিসে এক্সপার্ট সেটা ওয়েবসাইটে লিস্টিং করে রাখলাম।
২। এবার অটোবট বিডি জবসের আইটি জবগুলোতে ঢুকবে। টাইটেল এবং ডেসক্রিপশন অ্যানালাইসিস করবে। এগুলো আমার স্কীলের সাথে মিলে কিনা।
৩। কত বছরের এক্সপেরিয়েন্স চাইছে সেটাও মিলে কিনা।